বাল্য বিবাহ থেকে বাঁচলো এক কিশোরী
![]() |
ছবিঃ সংগৃহীত |
সোমবার (৮ আগস্ট) বিয়ে হওয়ার কথা ছিল ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের একটি গ্রামের এক কিশোরীর। বর পাশের রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের একটি গ্রামের ২৯ বছর বয়সী এক তরুণ।
দুপুর বেলা ওই কিশোরীর বাড়িতে বিয়ে উপলক্ষে রান্না করা হয়। বরযাত্রীরাও চলে এসেছিলো কনের বাড়িতে।এই খবর প্রশাসনের কাছে পৌছায় ফলে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় এই বাল্যবিবাহ। বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়ায় অতিথিদের খাইয়ে বিদায় করে দেওয়া হয়।
খবর সুত্রে জানা গেছে, ওই তরুণী একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বিয়ের খবর পেয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী এ বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। তথ্য দিয়ে আদালতকে সহায়তা করে নারী সংগঠন নন্দিতা সুরক্ষা।
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় এ বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কিশোরীর বয়স ১৮ না হওয়া পর্যন্ত এ বিবাহের আয়োজন করা হবে না মর্মে কিশোরীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ বিষয়টি নজরদারিতে রাখার জন্য ইউপি চেয়ারম্যান বেলায়েত ফকিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নারী সংগঠন নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, বাল্যবিবাহসহ কিশোরী ও নারী নির্যাতন দমনের জন্য তাদের একটি হেল্প লাইন আছে। ওই হেল্প লাইনে কিশোরীটি যে বিদ্যালয়ে পড়াশোনা করেন তার সহপাঠীরা এ বাল্য বিবাহ আয়োজনের ব্যাপারে তথ্য দিলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
Read More: যেসব কারণে মেয়েদের নিজের আয় করা জরুরী
0 Comments