Ad Code

Latest

6/recent/ticker-posts

যৌন মিলনের সময়ে কুকুররা আটকে যাওয়ার কারণ

যৌন মিলনের সময়ে কুকুররা আটকে যায় কেন ?

Why is the dog stuck during intercourse?
কুকুরের যৌন মিলন  ছবিঃ সংগৃহীত

এ অবস্থায় প্রাণিদুটিকে আলাদা করার চেষ্টা করলে তারা প্রচন্ড ব্যথা অনুভব করে এবং এতে তাদের পেশি ছিড়ে যাওয়া থেকে শুরু করে যৌন ক্ষমতা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে
যৌন মিলনের সময়ে কুকুরদের আটকে যাওয়ার জন্যে যে প্রক্রিয়াটি দায়ী তার নাম কপুলেটরি টাই, যা কুকুরদের যৌন মিলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। পুরুষ কুকুরের দেহে থাকে বাল্বাস গ্ল্যান্ডিস , যা কুকুর দুটিকে আটকে রাখে। 


আটকে রাখার মূল কারণ হলো পুরুষ কুকুরের বীর্য স্ত্রী কুকুরের দেহে সুরক্ষিত রাখা। এটি ঘটে বাল্বাস গ্ল্যান্ডিসের প্রসারণ ও যোনির পেশির সংকোচনের মধ্য দিয়ে। ফলে বাল্বাস গ্ল্যান্ডিস জরায়ুতে আটকে যায়, আর সম্ভাবনা বেড়ে যায় বাচ্চা জন্ম নেওয়ার ।

আটকে থাকার সময় সচরাচর ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে হয়ে থাকে। কিন্তু, বিভিন্ন কারণে কপুলেটরি টাই আধা ঘণ্টা পর্যন্তও স্থায়ী হতে পারে।


এ অবস্থায় প্রাণিদুটিকে আলাদা করার চেষ্টা করলে তারা প্রচন্ড ব্যথা অনুভব করে এবং এতে তাদের পেশি ছিড়ে যাওয়া থেকে শুরু করে যৌন ক্ষমতা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

কাজেই, এ অবস্থায় কোন কুকুর যুগলকে দেখলে অযথা তাদের বিরক্ত না করাই ভালো ।


Post a Comment

0 Comments