Ad Code

Latest

6/recent/ticker-posts

বিন্দু সেচ প্রযুক্তি

বিন্দু সেচ ( স্মার্ট ইরিগেশন) প্রযুক্তি

Smart Irrigation
স্মার্ট ইরিগেশন  ছবিঃ সংগৃহীত

খেত জুড়ে পানি দিলে (ফ্লাড ইরিগেশন) যত পানি লাগে, বিন্দু সেচ পদ্ধতিতে লাগে তার এক-তৃতীয়াংশ, বা তারও কম
বাড়তি পানি নষ্ট না করে গাছের গোঁড়ায় বিন্দু বিন্দু করে পানি দেওয়া হয়। ফলে স্বাভাবিকের দশ ভাগের এক ভাগ পানি লাগে। পানি জমে না থাকায় মাটি ফাঁপা থাকে।

তাতে একদিকে কাণ্ড পচা, গোড়া পচা রোগের সম্ভাবনা কমে, আবার মাটির মধ্যে সহজে হাওয়া চলাচল করায় গাছের শিকড় অনেক দূর ছড়ায়। বৃদ্ধি হয় ভাল। এ ছাড়া শুধুমাত্র গাছের গোড়ায় পানি পৌঁছনোয় আশপাশের মাটি শক্ত থাকে। তাতে আগাছা জন্মায় না। ফলনও মেলে বেশি।

স্মার্ট ইরিগেশন  |  ছবিঃ সংগৃহীত


খেত জুড়ে পানি দিলে (ফ্লাড ইরিগেশন) যত পানি লাগে, বিন্দু সেচ পদ্ধতিতে লাগে তার এক-তৃতীয়াংশ, বা তারও কম। খেতের উপর পানির পাইপের ‘জাল’ এমন ভাবে বিছিয়ে দেওয়া হয়, যাতে পাইপের গায়ের ফুটোয় লাগানো মুখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে ঠিক গাছের উপর। 

যতটুকু পানি প্রয়োজন, ঠিক ততটুকুই পড়ে, আর তা যায় একেবারে শিকড়ে। পানির সঙ্গে মিলিয়ে দিলে সারও সে ভাবেই শিকড়ে পৌঁছে যায়।পানি, সার, তেল-বিদ্যুতের খরচ, মজুরি বাঁচে, উৎপাদনও বাড়ে। 

যে জমিতে পানির অভাবে সেচ হয় না, বিন্দু সেচ দিলে সেই জমিও দোফসলি, তেফসলি জমি হয়ে উঠতে পারে।

Post a Comment

0 Comments