সদরুল হাচান বিজয় মুন্সী
ও আমার জন্মভূমি,
ওগো আমার বাংলাদেশ।
তোমার কোলে সুখ শান্তি, মাগো
তোমার কোলে সুখ শান্তি
ভালোবাসার নেই তো শেষ!
ও আমার জন্মভূমি,
ওগো আমার বাংলাদেশ।
ও আমার জন্মভূমি
ওগো আমার প্রাণের স্বদেশ।
চিরসবুজ এই দেশের মাটি
লাখো বীর শহীদের রক্তে কেনা
সুদীর্ঘ নয় মাস যুদ্ধ করে
বিজয় এনেছিলো মুক্তি সেনা।
লাল সবুজের ওই পতাকা জুড়ে, মাগো
লাল সবুজের ওই পতাকা জুড়ে
বাংলাদেশের নাম রবে অনিঃশেষ!
ও আমার জন্মভূমি,
ওগো আমার প্রাণের স্বদেশ।
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে
এসো সবাই মিলে শপথ করি
জাত ভেদাভেদ সব ভুলে গিয়ে
কাঁধে কাঁধ মিলিয়ে দেশটা গড়ি।
বাংলার কাদা মাটি জলের সুধা, মাগো
বাংলার কাদা মাটি জলের সুধা
সবারই প্রাণে হোক প্রেমের আবেশ!
ও আমার জন্মভূমি,
ওগো আমার প্রাণের স্বদেশ।
0 Comments