![]() |
| ছবিরঃ ইউএনও ও ওসি'র সাথে গণ-সুরক্ষা পরিষদের মতবিনিময়। |
জাফর হোসেন জাকির, প্রকাশক ও সম্পাদকঃ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস, দুর্নীতি বিরুদ্ধে বালাপাড়া গণ-সুরক্ষা পরিষদের সাথে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাসেল মিয়া এবং অফিসার ইনচার্জ ফজলে এলাহী'র সাথে পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১১নভেম্বর (বরিবার) দুপুর ১ টায় সামাজিক সংগঠন বালাপাড়া গণ-সুরক্ষা পরিষদের ২০ সদস্যের একটি টিম ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করে গঠনতন্ত্র হাতে তুলে দিয়ে সংগঠনের উদ্দেশ্য, পরিকল্পনা ও কাজের পরিধি সম্পর্কে আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া বলেন, আপনারা কাজ করেন। সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক দুর হোক আমরা সকলে চাই। শেষে তিনি কাজের রিপোর্ট পাঠানোর কথা বলেন।
এর আগে ডিমলা থানা অফিসার ইনচার্জের সাথে মতবিনিময় করেন। ওসি ফজলে এলাহী বলেন, আপনাদের মতো যদি প্রত্যেকটা ইউনিয়নে এভাবে সামাজিক সংগঠন প্রেসার গ্রুপ হিসেবে মাঠে থাকে তাহলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ব্যবসার মতো জঘন্যতম অপরাধ গুলো দুর হবে।
ইউএনও ও ওসির সাথে মতবিনিময় শেষে সামাজিক সংগঠন বালাপাড়া গণ-সুরক্ষা পরিষদের আহ্বায়ক মোসাহেদুল আলম মানিক ভোরের আকাশকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়ন হয়, সমাজে তথা দেশে যেনো আর স্বৈরচারী শাসন ব্যবস্থা দাঁড় না হয় এবং সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদকসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা মাঠে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবো। ভবিষ্যতে এই সামাজিক সংগঠনটি উপজেলা, জেলা, বিভাগ তথা সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রচেষ্টা আমাদের আছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালাপাড়া গণ-সুরক্ষা পরিষদের আহ্বায়ক মোসাহেদুল আলম মানিক, সদস্য সচিব অজিবর রহমান লেবু, সদস্য মুন্সি সাদিক সালেহে, রফিকুল, ওবায়দুল ইসলাম সবুজ, লাবলু, রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, জাফর হোসেন জাকির প্রমূখ।

0 Comments