একসময় ছবি তোলার জন্য রীতিমতো কারিগরি প্রশিক্ষণ নিতে হতো। ক্যামেরা কিনতে গুনতে হতো কাঁড়ি কাঁড়ি টাকা। আর এখন সবার হাতে হাতে মুঠোফোনে রয়েছে একাধিক ক্যামেরা। অনেক ফোনের সামনের দিকে স্রেফ সেলফি তোলার জন্যেই থাকে একাধিক ক্যামেরা। সেগুলো দিয়ে ছবি তোলা এতই সহজ, যে কেউ ছবি তুলতে পারে। কিন্তু তুললেই তো আর ভালো ছবি হয় না! তার কায়দাকানুন জানা থাকা চাই। চলুন, তারকাদের ছবি দেখে শেখা যাক।
 |
সেলফি সোজাসুজি নয়, কিয়ারা আদভানির মতো কোনো একটা কোণ থেকে তুলুন। খুঁজে বের করুন, কোন কোণ থেকে আপনার মুখ সবচেয়ে সুন্দর দেখা যায়।ছবি: ইনস্টাগ্রাম থেকে
|
 | চেষ্টা করুন, ছবিতে ব্যতিক্রমী কোনো অনুষঙ্গ রাখতে। যেমন আলিয়া ভাট রেখেছেন আনারস আকৃতির নিয়ন বাতিটাকে।ছবি: ইনস্টাগ্রাম থেকে
|

|
ছবি তুলুন দিনের সেরা দুই সময়ে। সূর্যোদয়ের পরপর ও সূর্যাস্তের ঠিক আগে। তাহলেই ছবিতে পাবেন রোদের আলতো চুমু। যেমনটা পেয়েছেন মীরা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে
|
 |
প্রাকৃতিক আলোয় ছবি ওঠে সবচেয়ে ভালো। যেমনটা তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সে জন্য ছবি তোলার উপযুক্ত সময় সকাল সাতটা থেকে বেলা ১১টা অথবা বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে। ছবি: ইনস্টাগ্রাম থেকে |
 |
ছবি তোলার জায়গাটিও সুন্দর দেখে বেছে নিন। যেমন ক্যাটরিনা কাইফ বেছে নিয়েছেন মনোরম সবুজ বাগান।ছবি: ইনস্টাগ্রাম থেকে
|
 |
কেবল পোশাক নয়, হেয়ারস্টাইল বদলেও নিজেকে নতুন করে তোলা যায়। যেমনটা করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।ছবি: ইনস্টাগ্রাম থেকে
|
 |
ক্যামেরার ফিল্টারগুলো বানানোই হয়েছে ছবিকে আরও সুন্দর করার জন্য। জাহ্নবী কাপুরের মতো সেগুলোর সদ্ব্যবহার করুন।ছবি: ইনস্টাগ্রাম থেকে |
0 Comments