Ad Code

Latest

6/recent/ticker-posts

যেসব কারণে মেয়েদের নিজের আয় করা জরুরী

একটা মেয়ের অনেকগুলো কারণে নিজের আয় করা দরকার

| ছবিঃ সংগৃহীত

সমাজের হাজার ধরনের গোড়ামী ও কুসংস্কার থেকে নারী সমাজকে বের করে নিয়ে আসতে হলেও একটা মেয়ের আয় করা জরুরী
মানষিক শান্তিঃ
প্রতিটা মানুষদের সব চেয়ে প্রয়োজনীয় বিষয়বস্তু হল মানুষিক শান্তি, যা ছেলে কিংবা মেয়ের একমাত্র নিজের ইনকাম করা টাকাই এনে দিতে পারে।

ছোট ছোট স্বপ্ন পুরণঃ 
প্রতিটা মানুষেরই ছোট ছোট স্বপ্ন থাকে যা কখনো পরিবারের কাছে বলা হয়না। তাই স্বপ্ন গুলো অপুর্ণই থেকে যায়। নিজের আয় করা টাকায় সে স্বপ্ন গুলো পূরণ করা সম্ভব।

পরিবারের পাশে দ্বারানোর জন্যঃ 
প্রতিটা ব্যক্তির ইচ্ছা হয় বাবা-মা কিংবা পরিবারের সদস্যের অসুস্থতার সময় তাদের আর্থিক ভাবে সাহায্য করতে। কিন্তু মেয়েদের শশুরবাড়ির দিক বিবেচনা করে, সংসারে অসান্তি হবে এই চিন্তা করে আর স্বামীর কাছে নিজের বাবা মায়ের জন্য হাত পেতে চাইতেও ইচ্ছা করেনা। আবার অনেক স্বামীর আয় এত অল্প থাকে যে নিজের সংসার চালাতেই হিমসিম খায় সেখানে শশুড় শাশুড়ীকে আর্থিক ভাবে সাহায্য করার ইচ্ছা থাকলেও করতে পারেনা। তাই নিজের বাবা মাকে আর্থিক ভাবে সাহায্য করতে হলেও মেয়েদের আয় করা দরকার।

স্বামীর বিপদ আপদে সাহায্য করাঃ 
স্বামী একজন নিম্ন আয়ের মানুষ, অথচ তার ঘাড়ে বিশাল পরিবারের বোঝা। সেখানে  তার সহধর্মিণী এই সময় কি আপনি চুপ করে নিজের প্রিয় মানুষকে এত কষ্ট করতে দেখতে পারেন? যদি স্ত্রীর ছোট একটা আয় থাকে অন্তত কিছু হলেও তাঁর স্বামীকে আর্থিক ভাবে সাহায্য করতে পারেন।

নিজের প্রয়োজন মেটাতেঃ 
মেয়েদের ছোট ছোট প্রয়োজন গুলো মেটাতে সব সময় বাবা মা, ভাই, অথবা হাসবেন্ড এর কাছে টাকা চাইতে হয় যা  দিধাগ্রস্থ। এই ছোট ছোট প্রয়োজন গুলো মিটাতে হলেও একটা মেয়ের নিজের আয় করা দরকার।

নিজেকে স্বাবলম্বী করে তুলতেঃ 
নিজেকে সমাজের কাছে তুলে ধরতে। নিজের একটা পরিচয় তৈরি করতে, সমাজের হাজার ধরনের গোড়ামী ও কুসংস্কার থেকে নারী সমাজকে বের করে নিয়ে আসতে হলেও একটা মেয়ের আয় করা জরুরী। 

Post a Comment

0 Comments