Ad Code

Latest

6/recent/ticker-posts

জাগো বীর বাঙালী - সদরুল হাচান বিজয় মুন্সী


 জাগো বীর বাঙালী 

সদরুল হাচান বিজয় মুন্সী 


জাগো বীর বাঙালী এগিয়ে যাও

বাংলাকে সোনার বাংলা বানাও

দুর্নীতিপরায়ণ ঘুষখোরদের

বাংলার মাটি থেকে তাড়িয়ে দাও

এগিয়ে যাও এগিয়ে যাও 

বাংলাকে সোনার বাংলা বানাও।


স্বাধীনতা পুঁজি করে গরীবের হক মেরে

দেশ মাতাকে যারা লুটছে 

তারা কেনো বারেবারে হায়েনার মতো করে 

বাংলার বুকে এসে জুটছে 

একই সাথে একই পথে তাদের ধরে ধরে 

এই বাংলা থেকে তাড়িয়ে দাও। 


মেহনতি মানুষেরা পায়না খেতে তারা

শকুনের দল গিলে খাচ্ছে 

দালালেরা মিলেমিশে সমাজে সাধু বেশে

দেশটাকে বিকিয়ে দিচ্ছে 

একই সাথে একই পথে চোরদের ধরে ধরে 

বাংলাকে জঞ্জাল মুক্ত বানাও।

Post a Comment

0 Comments