![]() |
ছবি: বিজয় মুন্সির 'নরপশু' গীতিকবিতা |
নরপশু (গীতিকাবিতা)
সদরুল হাচান বিজয় মুন্সী
অন্ধকারের পথে দেহের খেলা যারা খেলছে
তাদের ফাঁদে পড়ে নিষ্পাপ কিছু মন জ্বলছে
টাকার নেশায় যারা নোংরা প্রেমের পথে চলছে
মানুষ নামের পশু তাদেরই জয়গান গাইছে
দেহ বেচে খেয়ে পড়ে কালো টাকা সাদা করে
সমাজের মাথা হয়ে যারাই নীতিকথা বলছে
তারাই সস্তা দরে দেশ মাতাকে বেচে ফেলছে।
প্রতিদিন বেচা-কেনা বাবুদের আনাগোনা
পতিতার ঘরে ঘরে চলে রোজ লেনা-দেনা
রাজকীয় বেশেতে ডুবে থাকে নেশাতে
পতিতা প্রেমের মধু লুটে নেয় ষোলোআনা
দেহ বেচে খেয়ে পড়ে কালো টাকা সাদা করে
সমাজের মাথা হয়ে যারাই নীতিকথা বলছে
তারাই সস্তা দরে দেশ মাতাকে বেচে ফেলছে।
বিনোদন রসে ভরা টাকাতেই দেবে ধরা
রূপেরই নেশায় পুড়ে বিছানা বদল করা
নাটকীয় কৌশলে দেহ ক্ষুধা মেটালে
ভাবলেনা ক্ষতি টুকু তুমি এক দেহ চোরা
দেহ বেঁচে খেয়ে পড়ে কালো টাকা সাদা করে
সমাজের মাথা হয়ে যারাই নীতিকথা বলছে
তারাই সস্তা দরে দেশ মাতাকে বেচে ফেলছে।
0 Comments