Ad Code

Latest

6/recent/ticker-posts

দুই পা থাকলেও ভেতরে অদম্য শক্তি আছে সুমাইয়ার

সুমাইয়া, সংগৃহীত ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত কচুবুনিয়া গ্রামের রিপন হাওলাদের মেয়ে সুমাইয়া। জন্ম থেকে দুই পা না থাকা সুমাইয়ার জীবন সংগ্রামের গল্প হার মানায় সিনেমাকেও। প্রতিবন্ধী সুমাইয়া মোরলগঞ্জ উপজেলার সেলিমাবাদ কলেজের ডিগ্রি শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী।

জন্ম থেকে দুই পা নেই। বাবা মা হত দরিদ্র। ছাপড়া ঘরেই বসবাস। তারপরও স্বপ্ন দেখছে লেখাপড়া করে ব্যাংকার হবার। মায়ের কোলে চড়ে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে অধ্যায়নরত সুমাইয়ার লক্ষ্য চাকরি করে বাবা-মায়ের মুখে হাসি ফোটানো। অটুট মনোবল আর অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই সামনে এগুচ্ছে সে।

সকালে কলেজে যাওয়ার আগে নিজেকে পরিপাটি করে সাজিয়ে নেন সুমাইয়া। ব্যাগ গুছিয়ে মায়ের কোলে চড়ে যাত্রা শুরু করেন কলেজের উদ্দেশে। সাঁকো ও সড়ক পথে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে পৌঁছে মা বেঞ্চে বসিয়ে দেন। সুমাইয়ার এই চেষ্টা ও অদম্য ইচ্ছাশক্তি অনুপ্রাণিত করে সহপাঠী ও শিক্ষার্থীদের, মুগ্ধ হন শিক্ষকরাও। সুমাইয়ার প্রত্যাশা, লেখাপড়া শেষে কর্মসংস্থানের একটা ব্যবস্থা যেন হয় তার। সুমাইয়ার পড়াশুনার প্রতি আগ্রহ তাকে অনেক দূর নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা বাগেরহাট মোরেলগঞ্জ সেলিমাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাসের।

মেয়ের স্বপ্ন পূরণ করতে বর্গাচাষি বাবার নেই থাকার মতো বাসস্থান। ঘরে নেই বিদ্যুতের আলো। ল্যাম্পের আলোতেই চলে সুমাইয়ার পড়াশোনা। সুমাইয়ার জন্য বসতঘর ও সরকারি চাকরি ব্যবস্থা করে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।

সূত্রঃ সময় নিউজ, ২৩ জুন ২০২২

Post a Comment

0 Comments