![]() |
ছবিঃ ফুটবল প্রেমিক শিপন দেবনাথ |
বিশ্বকাপের সময় বাংলাদেশ কার্যত মেসি, নেইমার এবং রোনাল্ডো ভক্তদের মধ্যে ভাগ হয়ে যায। তারকারাও সামনে এসে প্রকাশ্যে তাঁদের প্রিয় তারকার প্রতি সমর্থন জানায়।ফুটবলপ্রেম নিয়ে বাঙালির আবেগ গঙ্গা-পদ্মা দিয়ে কি তা ভাগ করা যায়? ফুটবল স্রোতে ভাসা বাঙালির অপর আবেগ লিওনেল মেসি (Lionel Messi)।
আর্জেন্টিনার 'ওলে' পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, "বিশ্বকাপের সময় বাংলাদেশের ভক্তদের সমর্থন পেয়েছি। সমস্ত জায়গাতেই দশ নম্বর জার্সি পরে সাধারণ মানুষের ঘুরে বেড়ানোর বিষয়টি আর্জেন্টিনার সাংবাদিক সোফি মার্তিনেজ আমাকে দেখিয়েছিলেন। এভাবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখার বিষয়টি অন্যবদ্য।" মেসির বাঙালিদের নিয়ে এই বার্তায় কার্যত আপ্লুত ভক্তরা। তাঁর 'বিশ্বজয়' এর লড়াইয়ে বাঙালিও আবেগে ভেসেছিল।
জয়পুরহাট শহরের নিউ মার্কেট এলাকায় ফুটবল প্রেমীক, জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শিপন দেবনাথ নামে এক আর্জেন্টিনার সাপোর্টারের দেখা মেলে। খেলা শুরুর আগে তিনি বলেছিলেন,- “এবার কাতার বিশ্বকাপে প্রিয় দল, আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। কেননা, ফিফা র্যাংকিংয়ে প্রথমে থাকা ব্রাজিলকেও পিছনে ফেলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে আর্জেন্টিনার। তাছাড়া গত ২ বছরে দুটি ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে এই দল। যেখানে ইউরোপের বর্তমান শিরোপা জয়ী ইতালিকেও ৩-০ গোলে হারিয়েছে প্রিয় দল আর্জেন্টিনা। মেসির এইটা শেষ বিশ্বকাপ। আর এই কথা মাথায় রেখেই বাকি আর্জেন্টাইন খেলোয়ারেরা মেসির জন্যে, আর্জেন্টিনার জন্যে, এই কাতার বিশ্বকাপের জন্যে নিজের জীবন পর্যন্ত দিতে পারবে। যার জন্যেই এবার আর্জেন্টিনা হট ফেভারিট।”
ঠিক এমনটাই ঘটেছে কাতার বিশ্বকাপ-২০২২ এ। ফাইনালে ট্রাইবেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারে মতো বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপ-২০২৬ এ মেসি খেলুক এমনটাই প্রত্যাশা করেন তিনি। এই প্রত্যাশা শুধু তার একার নয়, ফুটবল প্রেমিক সারা দুনিয়ার মানুষের।
0 Comments