পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব
শ্রেণিঃ ৬ষ্ঠ
সময়ঃ ৩০ মিনিট
পূর্ণমানঃ ২০
নামঃ |
বহুনির্বাচনী প্রশ্নঃ
১। পদার্থ কত প্রকার?
ক) ৪ খ) ৩
গ) ১ ঘ) ২
২। তেল কি পদার্থ?
ক) কঠিন খ) তল
গ) বায়বীয় ঘ) কোনোটি নয়
৩। কোন পদার্থটির নিদিষ্ট কোনো আকার নেই?
ক) ইট খ) বই
গ)পানি ঘ) ভাত
৪। মৌলিক পদার্থ কত প্রকার?
ক) ৩ খ) ১
গ) ৪ ঘ) ২
৫। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী?
ক) শুকনা কাঠ খ) বই
গ) ইট ঘ) ধাতু
৬। কোনটি বিদ্যুৎ অপরিবাহী?
ক) রাবার খ)ধাতু
গ) পানি ঘ) এলুমিনিয়াম
৭। মোম কত ডিগ্রি তাপমাত্রায় গলতে শুরু করে?
ক) ৫০ খ) ০
গ) ৪৫ ঘ) ৫৭
৮। কত ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে?
ক) ৫৭ খ) ৯০
গ) ২৫ ঘ) ১০০
৯। পানির হিমাংক কত?
ক) ১০০ ডিগ্রি খ) ৫৭ ডিগ্রি
গ) ০ ডিগ্রি ঘ) কোনোটি নয়
১০। আঘাতে ধাতব পদার্থসমূহ সাধারনত কেমন শব্দ করে?
ক) ঝনঝন খ) টনটন
গ) ঘনঘন ঘ) শনশন
সৃজনশীল প্রশ্নঃ
সাম্য খাওয়ার জন্য একটি আইসক্রিম কিনে ধাতুর পাত্রে রাখলো। কিছুক্ষণ পর দেখলো তা পানিতে পরিনত হয়েছে। বিষয়টি মাকে বললে মা বুঝিয়ে দেন।
(ক) পদার্থ কাকে বলে?
(খ) ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লিখ।
(গ) সাম্যের আইসক্রিম কিভাবে পানিতে পরিনত হলো? ব্যাখ্যা কর।
(ঘ) সাম্যের ব্যবহারিত পাত্রটি বিদ্যুৎ সুপরিবাহী কি না ব্যাখ্যা কর।
0 Comments