Ad Code

Latest

6/recent/ticker-posts

চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার ও সাম্প্রদায়িক উস্কানি রুখে দাঁড়ানোর আহ্বান বাসদের

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সম্প্রতি  চট্টগ্রামে আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং সাম্প্রদায়িক উস্কানি ও সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। ২৬ নভেম্বর সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন," একজন হিন্দু নেতাকে গ্রেফতার ও জামিন না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে একজন আইনজীবী যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে তা খুবই নিন্দনীয় এবং অনতিবিলম্ব এরসাথে জড়িতদের গ্রেফতার ও বিচার করা উচিত। প্রশাসনের উচিত কোনোভাবেই কালবিলম্ব না করা এবং এই হত্যাকান্ডের সাথে সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। এই হত্যাকান্ডকে কেন্দ্র করে দেশে যেকোনো ধরনের সাম্প্রদায়িক হামলা ও ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখে দিতে হবে। কোনো সাম্প্রদায়িক, মৌলবাদী  অপশক্তিই যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে - সেই বিষয়ে সজাগ থাকতে হবে। গণভ্যুত্থানের আকাঙ্খা পূরণ এবং  বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের সাম্য,ন্যয়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় দেশের জনগণের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। "

বাসদ নেতৃবৃন্দের পক্ষ থেকে এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Post a Comment

0 Comments