Ad Code

Latest

6/recent/ticker-posts

চবি ছাত্রশিবিরের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৫ সমন্বয়ক

ছবি: মতবিনিময় সভা

চবি: গত ২৪ সেপ্টেম্বর প্রশাসন বরাবর ২৪ দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহীম। এবার প্রকাশ করা হলো শাখাটির ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচয়। এর মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবির ৪ সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক। 


আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনি মসজিদের বিপরীতে শহীদ জোবায়ের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত থেকে নিজেদের পরিচয় দেন কমিটির সদস্যরা।


কমিটির সদস্যরা হলেন- সভাপতি নাহিদুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মাদ ইব্রাহীম, বাইতুল মাল (অর্থ) ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সহকারী মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, আইটি সম্পাদক এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, এইচআরএম আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ইয়াসিন মুহা. মুজতাহিদ, ছাত্র আন্দোলন বিষয়ক ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন ও সহ স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) মোশারফ হোসেন সোহাদ। 


চবি ছাত্রশিবিরের কমিটিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির ৪ সমন্বয়ক ও ১ সহ-সমন্বয়ক হলেন,

মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ (অর্থ ও সাংস্কৃতিক সম্পাদক), মুজাহিদুল ইসলাম (শিক্ষা বিষয়ক সম্পাদক), ইসহাক ভূঁইয়া (ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক), মোনায়েম শরীফ (এফ রহমান হল সভাপতি) ও হাবিবুল্লাহ খালেদ (মানবসম্পদ উন্নয়ন সম্পাদক)।

Post a Comment

0 Comments