![]() |
বক্তব্য রাখছে নবম শ্রেণির শিক্ষার্থী |
ডিমলায় কন্যাশিশু দিবস পালন
জাফর হোসেন জাকির, প্রকাশক ও সম্পাদকঃ
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসক, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও দি হাঙ্গার প্রজেক্ট এর যৌথ উদ্যোগে কন্যাশিশু দিবস পালন করা হয়।
২ অক্টোবর'২০২৪ (বুধবার) কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খগা খড়িবাড়ী বালিকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মারুফা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আকমল হোসেন লিঠু, দি হাঙ্গার প্রজেক্টের উন্নয়নকর্মী অজিবর রহমান লেবু, ইএসডিও'র উন্নয়নকর্মী শায়লা ছাবরীন, নবম শ্রেণির শিক্ষার্থী হিরা মনি আক্তার, সুমনা আক্তার প্রমূখ।
উল্লেখ্য, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।
0 Comments