জাফর হোসেন জাকির, প্রকাশক ও সম্পাদকঃ নীলফামারী জেলা ডোমার উপজেলার পূর্ব ভোগডাবুরী যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহি হাডুডু খেলায় ১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৪:৩০ টায় ২য় রাউন্ডের ১ম খেলায় ডাঙ্গারহাট শাপলা স্পোর্টিং ক্লাব বনাম উত্তর গোমনাতি RDRD উত্তরা ক্লাব অংশগ্রহণ করে। হাজার দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি নিজেরাও আন্দন উল্লাস করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে ডাঙ্গারহাট শাপলা স্পোর্টিং ক্লাব ৩(তিন) আর উত্তর গোমনাতি RDRD উত্তরা ক্লাব ০(শূন্য) গেমে ডাঙ্গারহাট শাপলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
ডাঙ্গারহাট শাপলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সমূহঃ শাজাহান, রমজান, শাহীন, নাজমুল, আনাছুর, সাইফুল, ফারুক, লাহিন।
উত্তর গোমনাতি RDRD উত্তরা ক্লাবের খেলোয়াড় সমূহঃ লিখন, লায়ুব, আলিম, শাকিল, রাকিব, শাহিনুর, মখিনার।

0 Comments