![]() |
| সাদিয়া আয়মান |
এ নিয়ে যখন ফেসবুকসহ নানা মাধ্যম চর্চায় ভরপুর, ঠিক তখনই জানা যায় ফেসবুক লাইভটি ছিল তার আসন্ন ওয়েব ফিল্মের প্রচারের কৌশলমাত্র। এ অবস্থায় সমালোচনার মুখে পড়েন তিনি। সাধারণ মানুষের আবেগ-অনুভূতি নিয়ে খেলা করার জন্যও দোষারোপ করা হয় এ অভিনেত্রীকে।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানুষের বিভিন্ন প্রয়োজনীয় কাজের অংশ হয়ে উঠেছে। এ অবস্থায় শোবিজ অঙ্গনের তারকারা তাদের নাটক-সিনেমার প্রচারণার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন। যা নেটিজেনরাও উপভোগ করেন। কিন্তু এবার সাদিয়া আয়মান যা করেছেন, তা মেনে নিতে পারছেন না কেউ। ভবিষ্যতে যদি এমনটা কোনো তারকার বাস্তবজীবনেও ঘটে, তাহলে স্বাভাবিকভাবে তা বিশ্বাস করতে চাইবে না ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।
এদিকে সাদিয়া আয়মানের মধ্যরাতের লাইভ এবং ওয়েব ফিল্মের প্রচারণার এই কৌশল সম্পর্কে নেটিজেনরা জানার পর বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি। তাদের একাংশ বলছেন, প্রচারণার জন্য এমনটা করা ঠিক হয়নি। আবার কেউ বরছেন, প্রোমোশনের জন্য এ ধরনের জঘন্য কাজ না করলেও হতো আপু। লাইভ দেখার সময় ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। এরই মধ্যে কেউ কেউ আবার প্রশ্ন রেখেছেন, ইদানিং প্রোমোশন এত সস্তা হয়ে যাচ্ছে কেন?
এ অবস্থায় ওয়েব ফিল্মের প্রচারণায় এমন কৌশল অবলম্বন করার পর নানা সমালোচনার মুখে ফেসবুক থেকে সরে গেছেন সাদিয়া আয়মান। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত ফেসবুকে অনেক খোঁজাখুঁজির পরও তার আইডি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিজের আইডিটি ডিঅ্যাকটিভেট করেছেন এ অভিনেত্রী।
প্রসঙ্গত, সাদিয়া আয়মানের লাইভটি ছিল ‘বিভাবরী’ নামের ওয়েব ফিল্মের প্রচারণা। যা একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ হবে। রাজধানী ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এটি।

0 Comments