এই বসন্তে তুমি আসিবে বলে
শিমুল আহমেদ শাকিল
এই বসন্তে তুমি আসিবে বলে,
দিগন্তজোড়া মেঠোপথ তোমার অপেক্ষা করে।
ধূলিকণারা বাতাসের সাথে সন্ধি করে।
রোদ্দুর দুপুরে বটবৃক্ষ তোমায় ছায়া দেয়ার আশে লগ্ন গুনে।
শিমুলের ডালে কোকিল কুহু কুহু ডাকে, চক্ষু মিলিয়া চায় পন্থ পানে।
কালো ভ্রমরা ফুলে ফুলে তোমার সন্ধান করে।
এই বসন্তে তুমি আসিবে বলে,
বাগিচায় ফুল ফোঁটে খোঁপার বেনী হবে বলে।
গেঁয়োবধূরা ঢেঁকিতে ধান ভানে তোমার আতিথ্যে,
কলশী কাঁখে জল ভরিতে যাওয়া সখিরা
ব্রহ্মপুত্রের ঘাটে তোমার অপেক্ষা করে।
কাঁচের চুরি,খোঁপা,আলতা, নাকের নোলক আর কোমরের বিছা নিয়ে
গুঞ্জের দোকানিরা দোকান সাঁজিয়ে বসে থাকে।
এই বসন্তে তুমি আসিবে বলে,
মাঝিরা নোঙর ফেলে ভাটিয়ালি গান ধরে।
আসমানের নীহারিকাপুঞ্জ আলো দেয় ,
জোনাকিরা মিটিমিটি জ্বলে,বাঁশের ঝাড়ে ঝিঁঝিঁ পোকা ডাকে।
চাষির ফসলের মাঠ ভরে উঠে।
রহিমার মা সারারাত ঘুম জেগে পিঠাপুলি বানায়।
এই বসন্তে তুমি আসিবে বলে,
মাঝিরা হাল ছাড়ে,জেলেরা জাল ছাড়ে, কবি তার কবিতা লেখা বন্ধ করে।
রহিমার মা দিবসের কর্মব্যস্ততা ভুলে উঠানে পিঁড়ি পেতে পথের বাঁকে চেয়ে থাকে।
চাষি হালচাষ বন্ধ করে লাঙ্গল জোয়াল ঘাড়ে বাড়ি ফিরে।
গাড়োয়ান গাড়ি থামায়,ফেরিওয়ালা ফেরি বন্ধ করে।
0 Comments