Ad Code

Latest

6/recent/ticker-posts

ঘরে খাবার না থাকায় OMS এর ট্রাক থেকে চাল কুড়িয়ে নিলেন বৃদ্ধা


দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালের জন্য কান্নাকাটি করেন গীতা বিশ্বাস। শেষ পর্যন্ত চালের জন্য ট্রাকে উঠে পড়েন। ট্রাকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল থলের মধ্যে ঢোকাতে লাগলে তাঁর থেকে থলে কেড়ে নেন বিক্রেতারা। পরে তিনি কুড়িয়ে প্রায় দেড় কেজি চাল নেন। আজ বেলা ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের সামনে
ছবি: জুয়েল শীল, প্রথম আলো


Post a Comment

0 Comments