![]() |
ছবিঃ সংগৃহীত |
![]() |
ছবিঃ সংগৃহীত |
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপটো ডটকম অ্যারেনায় বাংলাদেশ সময় সোমবার সকালে গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৩ ঘোষণা করা হয়েছে। আলোঝলমলে মঞ্চের সব আলো যেন কাড়লেন বিয়ন্সে। সেরা নাচ/ইলেকট্রিক মিউজিক অ্যালবামসহ (রেনেসাঁ) মোট চার পুরস্কার বাগিয়ে নিয়ে রেকর্ডের খাতায় নাম লেখালেন তিনি।
এর আগে প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি ৩১ বার গ্র্যামি পুরস্কার পাওয়ার সুবাদে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। তাঁকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলেন বিয়ন্সে। এবারের আসরে ৯ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে।
গ্র্যামির মঞ্চে বিয়ন্সে বলেন, ‘আমি আবেগপ্রবণ না হওয়ার চেষ্টা করছি। আমি শুধুই নিতে এসেছি। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমার চাচা জনিকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার প্রেরণা আমার মধ্যে রয়েছে। আমি মা–বাবা, স্বামী, তিন সন্তানকে ধন্যবাদ জানাতে চাই।’
0 Comments