Ad Code

Latest

6/recent/ticker-posts

ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বরখাস্ত

ছবিঃ সংগৃহীত
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্যাপক আলোচিত প্রধানমন্ত্রিত্ব শেষে নতুন আলোচনার জন্ম দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। তার দায়িত্ব গ্রহণের কালে দেশটিতে মূল্যস্ফীতি বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। এছাড়া রয়েছে অভিবাসী চ্যালেঞ্জসহ নানামুখী বিষয়। বিশ্লেষকদের ধারণা, লিজ ট্রাস তার প্রধানমন্ত্রিত্ব রক্ষার্থেই অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন।

ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করা হয়েছে। টালমাটাল ব্রিটিশ অর্থনীতির জেরে দায়িত্ব গ্রহণের মাত্র ৬ সপ্তাহের মাথায় পদ খোয়ালেন তিনি।

ছবিঃ সংগৃহীত

অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তার দেওয়া মিনি বাজেটে যুক্তরাজ্যের অর্থনীতি নজিরবিহীন সংকটে পড়েছে। সরকারি ট্যাক্স নীতির ফলে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টারলিংয়ের রেকর্ড দরপতন হয়েছে। যদিও মিনি বাজেটে নীতিগত বড় পরিবর্তনের আশ্বাস দিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। এর ফলে বৃহস্পতিবার থেকে পাউন্ড স্টারলিং কিছুটা শক্তি ফিরে পেয়েছে।

শুক্রবার সকালে কোয়াসি কোয়ার্টেং যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বৈঠক সংক্ষিপ্ত করে লন্ডনে ফেরেন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে তিনি বরখাস্ত হন তিনি।

ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে যে, অর্থমন্ত্রীর বিপর্যয়কর মিনি-বাজেটের কারণে বাজারে অস্থিরতা, পেনশন তহবিলের বেলআউট এবং ক্রমবর্ধমান বন্ধকী হারের কারণে কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবারই জরুরি বৈঠকে অর্থব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

Post a Comment

0 Comments