![]() |
| সালমান সিদ্দিকী ও রাফিকুজ্জামান ফরিদ |
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট(মার্কসবাদী)এর ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে সালমান সিদ্দিকীকে সভাপতি এবং রাফিকুজ্জামান ফরিদকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার, ২৮ সেপ্টেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের(মার্কসবাদী)৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন শেষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি (ভারপ্রাপ্ত) জয়দীপ ভট্টাচার্য। সদ্যঘোষিত এই কমিটি সংগঠনটির ১৯তম কেন্দ্রীয় কমিটি। এই কেন্দ্রীয় কমিটি পরিচয় করে দেওয়া হয়।
আরও পড়ুনঃ সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে সঞ্জয় কান্ত দাশ সহসভাপতি, প্রগতি বর্মণ সাংগঠনিক সম্পাদক, অরূপ দাশ শ্যাম দপ্তর সম্পাদক, নওশীন মুশতারী অর্থ সম্পাদক, সাদেকুল ইসলাম সাদিক প্রচার-প্রকাশনাবিষয়ক সম্পাদক, দীপা মজুমদার স্কুলবিষয়ক সম্পাদক এবং গৌতম ঈশান কর শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।
এ ছাড়া কমিটির সদস্য হয়েছেন প্রেমানন্দ দাস, আরিফুল হাসান, নয়ন পাশা, রিপা মজুমদার, সামিয়া আফরোজ, পংকজনাথ সুরিয়া, তানজিল রিতু, রিফা সাজিদা ও সাজু বাসফোর।
কমিটি ঘোষণার আগে টিএসসি মিলনায়তনে ছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

0 Comments