Ad Code

Latest

6/recent/ticker-posts

কবিতা গুচ্ছ

(১)কবিতাঃ অতিথি
(২) কবিতাঃ ইচ্ছে
(৩) কবিতাঃ শ্রাবণের দিনে



অতিথি
শিমুল আহমেদ শাকিল


অতিথি হয়ে এসেছো গো তুমি
বসন্তের কোকিল।
অবুঝ মন আমার তোমায় পেয়ে,
হয়েছে আত্মহারা।
শ্বয়নে স্বপনে জাগরণে
ক্লান্ত দিনের শেষে,
মন শুধু তোমাকেই খোঁজে।
ভোরের কুহেলি ঘেরা লগ্নে
আশাতীত চাঁতক পাখির মতো
মন আমার উদ্বিগ্ন থাকে,
তোমায় দেখার আশে।
চঁড়ুই পাখির মতো এত কাছে থেকেও,
তবু মনে হয় দূর বহুদূর।
চৈত্রের পড়ন্ত বিকেলে,
মন আমার খুঁজতে তোমায়
উড়িতে দেখে অন্য গগনে
বিষন্ন মন আমার ভাবতেই
কুহেলি যে চুপি চুপি বলে যায়
ওহে কবি বসন্ত যে শেষ।




ইচ্ছে
শিমুল আহমেদ শাকিল


আমি ব্রহ্মপুত্রের উত্তাল স্রোতে মিশে যাব।
হারিয়ে যাব তার রৌদ্র উজ্জ্বল বালুকণার মাঝে।
ক্লান্ত দুপুরেও ভেসে যাব বারবার-
মাঝ নদীতে ছুটে চলা জেলেদের ডিঙি নায়।
আর, শুভ্র পাখার থৈ থৈ বেশে-
পাতি হাঁস সম ভেসে যাব আমি দিগন্তের ওপার ভেদী।

নদীকে ভালবেসে, নদীময় হব হয়তো।
জলকেলিতে মেতে উঠব সীমাহীন-
দূরন্ত কিশোর কিশোরীর মাঝে,
প্রকৃতির মমতায় ঘেরা নদীর তীরে তীরে।
দিনের ক্লান্তি ঘুঁচাতে নদীতে স্নানের পর-
গেঁয়ো বধুরা ছুটবে যখন কলসি কাঁখে,
আহা মরি! মরি!
আমি নির্বাক হয়ে চেয়ে চেয়ে রবো শুধু।
কারণ, আমি নদীময় হতে চাই, নদীকে ভালবেসে।

গাঁ পেরিয়ে নদীর ধারে শরৎ আসে।
শুভ্র ছোঁয়ায় জেগে ওঠে কাঁশবন।
জোছনা রাতের আলোক গায়ে মেখে-
আমি লুটিয়ে পড়বো কাশের বনে
নিজেকে হারিয়ে অপার মমতায় নদীময় বেশে হেসে।




শ্রাবণের দিনে
শিমুল আহমেদ শাকিল

শ্রাবণের ঝড়া বৃষ্টিতে
তুৃমি ছাতা হাতে ওই রাস্তা ধারে,
চলেছো বাড়ির উদ্দেশ্য।
আমিও হেটেই চলেছি,
তোমার পথ ধরে।
পিছুডাকবো বলে,
আর সেদিন ডাকা হয়নি।
পিছন ফিরে বার বার,
শুধু তাকিয়েই রইলে আমার পানে।
একবারও মুখফুটে বলতে পারলে না
এসো একসাথে পাশাপাশি কিছুটা পথ হাটি।
তোমার ওই রঙ্গিন ছাতার নিচে,
রঙ্গিন স্বপ্নের ঘরে ডাকবে বলে
আমি প্রত্যাশায় ছিলাম প্রচন্ড আবেগে।
ঝুম বৃষ্টিতে ভিজেই চলেছি,
শুধু তোমায় দেখব বলে।
যতবারই দেখেছি ততবারই যেন,
সাধ জেগেছে তোমায় দেখার।
লোকলজ্জার ভয়ে ফিরে এসেছি,
পরদিন ক্লাসে আবারও দেখব বলে।
জানায়- অজানায় কখনো বা প্রকাশ্যে
তাকিয়ে থাকতাম শুধুই তোমায় দেখার আশে।


আপনিও কবিতা, গল্প, প্রবন্ধ সহ সাহিত্যিক বিষয়ে লিখতে পারেন এই সাইটে। লেখা পাঠানোর ঠিকানা ই-মেইলঃ bdzakir658@gmail.com


Post a Comment

0 Comments