গীতিকবিতা
বিজয় মুন্সী
কোন আগুনে জ্বলছি আমি
হৃদয় পুড়ে হচ্ছে ছাই
আমার বুকের কষ্ট দেখার
তেমন মানুষ থেকেও নাই।।
সরল মনে ভালোবেসে
দুঃখ পেলাম অবশেষে
অবুস এ মন দেখে স্বপন
বাম্তবে তার মিল যে নাই।।
কার বিরহে কেঁদে কেঁদে
বেঁচে আছি পৃথিবীতে
মনের মরন করে বরণ
দেহের মরন আমি চাই।।
আপনিও কবিতা, প্রবন্ধ, ছড়া, গল্প লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়
ই-মেইলঃ bdzakir658@gmail.com

0 Comments