নিরন্তরে বাঁধিব আঁখি
লেখকঃ জবেদা আক্তার কল্পনা
![]() |
| ছবিঃ সংগৃহীত |
ধারায় ধারায় জল ছুটে যায়,
প্রিয়ার নিত্য-কালো দুচোখ বেয়ে-
আধার রাতের শান্তি সে পায়,
ভোরের মিষ্টি পরশ নিয়ে।
যেই ডালেতে দিয়েছিলাম পেতে বুক,
ভেঙ্গে পড়ল সেথায় বেদনার সুখ।
চোখের কাজলে আঁকিলে ক্লান্তির ছবি,
ব্যথা লাগতেই ধুয়ে যাবে সবি।
সকলেই নিজের মতই পালিয়েছে তথা,
সবার সঙ্গে সারব সব কথা।
অপর পক্ষে আঘাত হানিয়েছে বহু,
পাজরে লাগিয়েছে অপমানের লোহু।
কত কথা বলেছি সুদীর্ঘ পথে,
অমাবস্যার মধ্যরাতে তুমি মোর সাথে।
আমার গায়ের ছিঁড়েছে গলার হার,
বিদায় বেলায় বাঁশি বাজবে না আর।

0 Comments