কবিতাঃ তনু হত্যা
লেখকঃ রাশেদুজ্জামান রাশেদ
![]() |
| সোহাগী জাহান তনু | ছবিঃ সংগৃহীত |
প্রশাসনিক এলাকায় তনুকে হত্যা
রাজপথে মিছিল মিটিং
বিচার চাই বিচার চাই।
ছয়টি বছর পেরিয়ে গেল
রাষ্ট্র পারল না বিচার করতে
রাষ্ট্র তাহলে কাদের পক্ষে?
যেই রাষ্ট্র ধর্ষক পুষে
সেই রাষ্ট্র চায় না নারীসমাজ।
নারী ধর্ষণ হলে-
পুরুষ সমাজ কাঁপড় খুঁজে,
নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে।
কেউ ধর্ষক কেউ দর্শক সাজে,
এমন সমাজ আর না আর না।

0 Comments