জিম্বাবুয়ের কাছে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আজ ১০ রানে হেরেছে বাংলাদেশ
প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ানো। শেষ ম্যাচের আগে চোটের কারণে অধিনায়ককে হারিয়ে ফেলা, এরপর নতুন অধিনায়ক। হারারেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। কিন্তু ফলাফল জিম্বাবুয়ের পক্ষে।
টি-টোয়েন্টিতে আরেকবার ব্যাটিং দুর্দশা, আরেকটি বাজে হার। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আজ ১০ রানে হেরেছে বাংলাদেশ। এতে খর্বশক্তির দলটির বিপক্ষে তিন ম্যাচের সিরিজও হারল বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ দ্বিতীয়টি জিতে সমতায় ফিরেছিল। তবে শেষ ম্যাচে আবার হেরে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও সিরিজ হারল বাংলাদেশ। এই হারটা টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের দুর্দশা যেন আরও ফুটিয়ে তুলল!
উল্লেখ্য কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে কম শক্তিধর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার কল্পনা করেনি অনেকেই। পরিসংখ্যান বলছে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের জয় মাত্র ২টি।

0 Comments