সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম, শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র
![]() |
ছবিঃ নবদম্পতি মামুন ও খাইরুন নাহার (ইন্টারনেট থেকে সংগ্রহ) |
মানুষের মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বললো সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি
বাস্তবে কি ভালোবাসা কোনো বাধা মানে? না মানে না। তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি।
৬ মাস প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। নাটোরের গুরুদাসপুরে তাঁদের বাড়ি। তবে বর্তমানে তাঁরা নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।
খবরের সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়।
সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশি দিন স্থায়ী হয়নি। তারপর কেটে যায় দীর্ঘদিন। একসময় আত্নহত্যার পথ বেচে নিতে চায় নাহার।
এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। তিনি নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর একে অপরকে জেনে বুঝে এই বিয়ে করেছেন।
![]() |
ছবিঃ নবদম্পতি মামুন ও খাইরুন নাহার (ইন্টারনেট থেকে সংগ্রহ) |
‘সামাজিকভাবে বিভিন্ন মহলে নানা কুৎসিত মন্তব্য থাকলেও সেসব তোয়াক্কা না করে নতুন সংসারে সুখেই দিন কাটাচ্ছি। আজীবন মামুনের সঙ্গে সংসার করে যেতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।’-‘মানুষের মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বললো সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি।’মামুন ও খাইরুন নাহারের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নবদম্পতির জন্য শুভ কামনা!
0 Comments