Ad Code

Latest

6/recent/ticker-posts

জিম্বাবুয়ের সাথে প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হারল বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে হারল বাংলাদেশ

ছবিঃ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ক্রিকেট ম্যাচ

জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৮ রান তুলতে আনে বাংলাদেশ। এতেই প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের জয় পেল স্বাগতিক জিম্বাবুয়ে

Bangladesh lost the first T20 by 17 runs:
টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলি মাধেভের এবং সিকান্দার রাজার দুর্দান্ত ইনিংসে ২০৫ রান ছুঁড়ে দেয় বাংলাদেশকে।
জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৮ রান তুলতে আনে বাংলাদেশ। এতেই প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের জয় পেল স্বাগতিক জিম্বাবুয়ে।
ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় মাত্র ৫ রানের মাথায় মুনিম শাহরিয়ার ৮ বলে ৪ রান করে ফেরেন মাদসাকাদজার শিকার হয়ে। এরপর এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে ৫৮ রানের ঝড়ো জুটি গড়েন লিটন। তবে শেষ পর্যন্ত ভুতুড়ে ভাবে আউট হয়ে লিটন ফিরলে ভাঙে এই জুটি।
৭ম ওভার শেষে দলীয় ৬৩ রানে লিটন দাস ফেরেন ১৯ বলে ৩২ রান করে। দুর্দান্ত ইনিংসটি ৬টি চারে সাজান লিটন দাস।
লিটন ফেরার পর বেশি সময় টিকতে পারেননি এনামুল হক বিজয়ও। ১০ ওভারে ২৭ বলে ২৬ রান করে বিজয় ফেরেন দলীয় ৮৫ রানের মাথায়। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ১৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। তবে আফিফ ৮ বলে ১০ রান করে ফাইল চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
পঞ্চম উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহান এবং শান্ত মিলে গড়েন ৪০ রানের জুটি। এই জুটিতেই বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। তবে সে স্বপ্ন বেশি সময় স্থায়ী হয়নি। শান্ত ২৫ বলে ৩৭ রান করে ফেরেন দলীয় ১৪৬ রানের মাথায়। এরপর মোসাদ্দেককে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান সোহান। তবে মোসাদ্দেক ১৯তম ওভারের শেষ বলে ১০ বলে ১৩ রান করে ফেরেন। শেষ পর্যন্ত সোহান ২৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। আর বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ থামে ১৮৮ রানে।


Post a Comment

0 Comments