Ad Code

Latest

6/recent/ticker-posts

সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার সমাবেশ

জাফর হোসেন জাকির, প্রকাশক ও সম্পাদকঃ

"জুলাই'২৪ গণ-অভ্যুত্থানের আহ্বান, বৈষম্য হোক নিরসন"- স্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলা ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকা ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের ছাতনাই উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাদক, সন্ত্রাস, চোরাচালান, দুর্নীতি বন্ধ ও সকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ছাত্র জনতার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাতনাই ইউনিয়নের প্রতিনিধি রেজাউল আলম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিমলা থানা অফিসার ইচার্জ(ওসি) ফজলে এলাহী, ছাত্র প্রতিনিধি শাকিল প্রধান, জাফর হোসেন জাকির, রাশেদুজ্জামান রাশেদ, নাসির ভূইয়া, জনাব আলী, ওহাইদুজ্জামান সোহাগ, মিজান, কামরুজ্জামান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ করার লক্ষে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। তবে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকার মাদক, চোরাচালান, সন্ত্রাস, ইভটিজিং, দুর্নীতি ও বৈষম্যের যে কারখানা তৈরী করে দিয়েছিল। সেই কারখানা আজও বিদ্যমান আছে। তবে বৈষম্যের কারখানা ভাঙ্গতে আন্দোলন চালিয়ে যাওয়া গর্জন দেন নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তারা বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করা প্রয়োজন। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং সমাজে নেতিবাচক প্রভাব পড়বে। তাঁরা আরও বলেন, এই সমস্যাগুলো দূর করতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে।

Post a Comment

0 Comments