Ad Code

Latest

6/recent/ticker-posts

সৈয়দপুরে বৃক্ষ নিধন প্রতিবাদে সমাবেশ

ছবিঃ সংগৃহীত

সৈয়দপুর "সি‌ভিল সোসাই‌টি " নামক প‌রি‌বেশবাদী সংগঠ‌নের উ‌দ্যো‌গে বহু শতবর্ষী বৃক্ষ কর্তণ এবং বা‌ড়ি ঘর ভে‌ঙ্গে  আবা‌সিক প‌রি‌বেশ নষ্ট ক‌রে শহ‌রের কেন্দ্র স্থ‌লে ৬ ‌একর রে‌লের জ‌মি অ‌ধিগ্রহন ক‌রে প্রাই‌ভেট পাব‌লিক পার্টনার শি‌পে মে‌ডি‌কেল ক‌লেজ নির্মান বন্ধকরার দাবী জানান হয় ।

আরও পড়ুনঃ “বাঙালির পোশাক আদিকাল থেকেই স্বল্প”-তসলিমা নাসরিন

অন‌্যদি‌কে শহ‌রের দ‌ক্ষিন দিকে পা‌টোয়ারী পাড়ার  পার্শ ঘে‌ষে প‌তিত রে‌লের ( সা‌বেক ইটভাটার ) জ‌মি‌তে খোলা যায়গায় বা অন‌্যত্র কোন সু‌বিধামত স্থা‌নে হাসপাতাল‌টি নির্মা‌নের দাবী জানান হয় ।

অত‌্যন্ত ঘন বস‌তি পূর্ণ সৈয়দপুর শহ‌রে বর্তমান রেল হাসপাতা‌লের স্থ‌লে উক্ত মে‌ডি‌কেল ক‌লেজ নির্মান প‌রি‌বে‌শের প্রচন্ড ক্ষ‌তি কর‌বে ব‌লে তারা উ‌ল্লেখ ক‌রেন ।

আরও পড়ুনঃ ‘কৃত্রিম সূর্য’ আবিষ্কার


Post a Comment

0 Comments