Ad Code

Latest

6/recent/ticker-posts

কমরেড নামে পরিচিত "মেহেদী" এইচএসসিতে জিপিএ-৫

 

কমরেড নামে পরিচিত 'মেহেদী'
জাফর হোসেন জাকির, সম্পাদক ও প্রকাশকঃ

এলাকায় কমরেড নামে পরিচিত ১৫ অক্টোবর ২০২৪ সালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে মেহেদী হাচান মাসুদ পেয়েছে জিপিএ-৫।

পিএসসি, জেএসসি, এসএসসিতে বিভিন্ন প্রতিকুলতার জন্য জিপিএ-৫ না পেলেও এবার এইচএসসিতে শত প্রতিকুলতাকে পেছনে ফেলে জুলাই'২৪ ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে বরাবরের মতো সক্রিয় ভূমিকা রেখে জিপিএ-৫ পেয়েছে। মেহেদীর সঙ্গীরা ঘোষণা করতে পিছুপা হবে না যে, তার বয়সের তুলনায় জ্ঞানের গভীরতা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসিকতা, বঞ্চিত মানুষের জন্য লড়াই করার যে ইস্পিহা, নতুনকিছু সৃষ্টি করার যে প্রচেষ্টা তা অনেক বেশি।

অর্থনৈতিক দৈন্যতা পেছনে ফেলে মেহেদী ও তার পরিবারের চাওয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে বঞ্চিত, শোষিত, নিপিড়ীত মানুষের পক্ষে রাজনৈতিক কর্মতৎপরতার পাশাপাশি আইনি সহায়তা দেওয়া।


মেহেদীর পরিবারের প্রায় সব সদস্য শোষনহীন, বৈষম্যহীন, সাম্যের সমাজ বির্নিমাণে নিবেদিত প্রাণ। তারা বাম রাজনীতিতে সক্রিয়। আর বাম রাজনৈতিক কর্মীদের কমরেড বলে ডাকা হয়। পারিবারিক সূত্র ধরে মেহেদী যেহেতু পরিবারের তিন ভাইয়ের মধ্যে ছোট তাই মেহেদী যখন রাজনীতি কি যে বুঝেই ওঠেনি তখনি তাকে এলাকার মানুষ কমরেড বলে ডাকা শুরু করে। কারণ এলাকার মানুষের ধারণা সেও বড় হয়ে একই আদর্শের রাজনীতিতে সক্রিয় হবে। তবে মেহেদী কমরেড নানে পরিচিত হওয়ার নেপথ্যে প্রাইভেট শিক্ষক মোহাম্মদ মফিজুল এর ভূমিকা অনেকাংশেই। 

[ সংক্ষিপ্ত ]

Post a Comment

0 Comments