Ad Code

Latest

6/recent/ticker-posts

কবিতাঃ অকৃতজ্ঞ

 


কবিতাঃ অকৃতজ্ঞ
লেখকঃ রিপন

অহিংসা আর হা হা কারে পৃথিবীটা আজ ভরে গেছে,

নির্লজ্জতা আর নিরবিচ্ছিন্নতায় ভরে উঠেছে যেনো আমাদের চার পাশ,

কিছু আধুনিক মানুষের ভিরে আজতো ডুঁবতে বোসেছে আমাদের নিজস্ব সৃংস্কৃতি,

কেউ কেউতো আবার অবাদে অন্য রাষ্ট্রের অনুকরণ আর অনুসরণ করে নিজেকে অত্যাধুনিক রুপে সাজিয়ে-বাজিয়ে বেড়াচ্ছে ।

করুক না তাতে আমার কি?

আমার/আমাদের চারপাশে যতই যা চলুক আমি ভালো হোলেই ভালো

এ রকম কথা বলে বয়জোষ্ঠরা,

কিন্তু নিজের ঘরে ঠিকোই চর্চা চালিয়ে যাচ্ছে বেহায়াপনা,নির্লজতা আর অপসৃংস্কৃতি,আর খেটে খাওয়া মানুষ গুলিকে ঠকিয়ে খাওয়ার পাঁয়তারা।

না তাতে যায় আসেনা আমার কিছু,

যদি আমরা মুখে স্বাধীনতা-স্বাধীনতা বলে চেচিয়ে ২১শে ফ্রেবুয়ারি আর ১৬ ডিসেম্বর এ দেশটাকে মাথায তুলে নেচে,

আবার অন্য দেশের পরাষ্ট্রনীতীকে বুকু লালন করে, বিদেশি রাষ্ট্রের আধুনিকতায় গাঁ ভাসাতে যাব বলে দিন-খন ঠিক করতে করতে ঘুমাতে যেতে পারি,

তবে আমার দেশে কি হলো, কে কি খাচ্ছে, কে কি পড়ছেন, কিসের দাম কতোটা বেড়েছে তা নিয়ে মাথা ঘামাতে কি দরকার আমার,

আমিতো শর্সের মধ্যে ভুত লুকিয়ে বেশ ভালোই আছি।

Post a Comment

0 Comments